ঢাকা, সোমবার, ২০ মে, ২০২৪

সাভারে চোরাই ৮ হাজার ৫০০ কেজি ইলেকট্রিক তারসহ ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব

সাভারে চোরাই ৮ হাজার ৫০০ কেজি ইলেকট্রিক তারসহ ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান, কাটার ও ওয়েট মেশিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) র‌্যাব-৪ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।র‌্যাব জানায়, সোমবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি মডেল টাউন এলাকা থেকে পিকআপ ভর্তি এসব চোরাই তার আটক করা হয়। এরা হলেন- গাজীপুর জেলার এমদাদুল ইসলাম (৩৬), পাবনা জেলার মো. নাসির (২৬) ও ভোলা জেলার লোকমান হোসেন (৫৩)।


র‌্যাব জানায়, রাতে চোরাই ইলেকট্রিক তার বিক্রির উদ্দেশ্যে মধুমতি মডেল টাউন এলাকায় এরা অবস্থান করছিলো।  এ সময় পিকআপ ভ্যানে ৮ হাজার ৫০০ কেজি চোরাই ইলেকট্রিক তার পাওয়া যায়।  ঘটনাস্থল থেকে আটক হয়েছেন চোরাকারবারি সিন্ডিকেটের ৩ সদস্য। চুরির কাজে ব্যবহৃত চারটি কাটার ও একটি ওয়েট মেশিনসহ পিকআপ ভ্যানটিও আটক করা হয়।  র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থান হতে ইলেকট্রিক তার চুরি করে সাভারসহ ঢাকা জেলার বিভিন্ন স্থানে স্বল্প দামে বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ads

Our Facebook Page